বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামগঞ্জ ও রায়পুর উপজেলার ১১ গ্রামে কাল ঈদ

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১:২০ পিএম

সউদি আরবের সঙ্গে মিল রেখে সোমবায় (২ মে) লক্ষ্মীপুরের ১১টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, পূর্ব বিঘা, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদ পালন করেন।

সোমবায় সকাল ১০ টায় রামগঞ্জ উপজেলার
পশ্চিম নোয়াগাঁও রিয়াজুল জান্নাহ্ জামে মসজিদের ছাদের উপর ঈদুল ফিতরের বৃহত জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্ন গ্রামের মুসল্লিগন পৃথক পৃথক ভাবে বিভিন্ন সময়ে স্ব স্ব ঈদ গাঁ মাঠ ও বাড়ীর উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায় করবেন।

মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন । এসব গ্রামের মুসল্লিরা গত ৩৮ বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন