রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৪ সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ৭:২৮ পিএম

এই ঈদে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে চারটি সিনেমা। এগুলো হলো- শাকিব খানের ‘গলুই’ ও ‘বিদ্রোহী’, সিয়াম আহমেদের ‘শান’ এবং নতুন নায়িকা সুলতানা রোজ নিপার ‘বড্ড ভালোবাসি’। এই চার সিনেমার মাধ্যমে ১৬৫টির অধিক প্রেক্ষাগৃহ খুলবে। যার মধ্যে ১০৪টিই দখল করে নিয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘বিদ্রোহী’। সিয়াম আহমেদের ‘শান’ চূড়ান্ত করেছে ৩৮টি হল। আর বাকি হলগুলোতে মুক্তি পাবে ‘গলুই’ ও ‘বড্ড ভালোবাসি’।

প্রতিটি সিনেমাই আলাদা গল্পের। এরমধ্যে সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’ সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। ‘বিদ্রোহী’ ছবিটি অ্যাকশন থ্রিলার।
অন্যদিকে ‘গলুই’ সিনেমায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পের দেখা মিলবে।

এই সিনেমা তিনটিই বড় বাজেটের বলে দাবি প্রযোজকদের। তাদের দেয়া হিসাব অনুসারে, সিনেমা তিনটির বাজেট প্রায় ১০ কোটি টাকা। মুক্তির মিছিলে থাকা ‘শান ’সাড়ে চার কোটি টাকায় নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘বিদ্রোহী ’সিনেমার বাজেট তিন কোটি টাকা। অন্যদিকে ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার বাজেট দুই কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম।

তাই সিনেমা সংশ্লিষ্টরা এবার বেশ আশাবাদী। তারা মনে করছেন, এবারের ঈদুল ফিতরে ঘুরতে পারে সিনেমাপাড়ার চাকা। ইতিমধ্যে ঈদের সিনেমাকে বরণ করে নিতে প্রস্তুত দেশের ১৬৫টি হল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন