ইনকিলাব ডেস্ক : সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সুপার শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮৯তম সভায় সুপার শেয়ার অ্যান্ড সিকিউরিটিজকে এ জরিমানা করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র এম. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কনসোলিডেটেড কাস্টমার একাউন্টে ১৭ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা ঘাটতি, ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থ-বছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা না দেয়া, বিনিয়োগকারীকে নেট ক্যাপিটাল ব্যালেন্সে এর ২৫ শতাংশ-এর অতিরিক্ত মার্জিন ঋণ প্রদান এবং ২০১২ ও ২০১৩ সালে স্টক ডিলার হিসাবে লেনদেন না করার মাধ্যমে কতিপয় আইন লংঘন করেছে সুপার শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ। আর এসব আইন ভঙ্গ করায় এ প্রতিষ্ঠানটিকে উল্লেখিত জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে। -ওয়েবসাইট
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন