বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানের ভিন্ন সুর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২২, ১২:৪১ পিএম

শুরু থেকেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করে আসছে জাপান। মিত্রদেশ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে মস্কোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে টোকিও। এমনকি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পুতিন প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করার দাবিও জানিয়েছিলেন। তবে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার তেলের ওপর দেওয়া নিষেধাজ্ঞার প্রস্তাবের ব্যাপারে জাপানের ভিন্ন সুর শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী কোইচি হাগিউদা বলেন, ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার তেল আমদানি বন্ধ করার পদক্ষেপ অনুসরণ করতে ‘সমস্যা’র সম্মুখীন হবে জাপান।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার পর ওয়াশিংটন সফরকালে কোইচি হাগিউদা এ কথা বলেন।

হাগিউদা সাংবাদিকদের বলেন, জাপানের সম্পদের সীমাবদ্ধতা থাকায় অবিলম্বে এই পদক্ষেপ নিতে আমরা কিছুটা অসুবিধার সম্মুখীন হবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন