বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুজিব: একটি জাতির রূপকার মুক্তি পাবে সেপ্টেম্বরে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০৩ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে। ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন নায়ক আরিফিন শুভ। গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয়েছিল সিনেমাটির প্রথম পোস্টার। সেখানে কেবল বঙ্গবন্ধুর হাতের চিত্র ছিল। এবার পর্দার বঙ্গবন্ধু পূর্ণাঙ্গ চেহারার দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। ঈদ উপলক্ষে পোস্টারটি উন্মুক্ত করা হয়েছে। পোস্টারে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আবহ ফুটে উঠেছে। উল্লেখ্য, সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। দুই দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে এর শুটিং হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থণা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন