ধর্ম মন্ত্রণালয়ের চরম উদাসিনতার দরুণ চলতি বছরের হজ প্যাকেজ এখনো ঘোষণা করা সম্ভব হয়নি। ১৪৪৩ হিজরী সনের হজ ব্যবস্থাপনার পুরো কাজই বাকি। অনলাইন সার্ভারে হাজী ট্রান্সফার কার্যক্রম শুরু করা হয়নি। হজ প্যাকেজ ঘোষিত না হওয়ায় বেসরকারি হজ এজেন্সিগুলো হজযাত্রী সংগ্রহ করতে পারছে না। ফলে হজযাত্রীদের থেকে টাকাও সংগ্রহ হয়নি। এতে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা করছে অনেকে। আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা। হজ ফ্লাইট শুরুর বাকি আছে মাত্র ২৫ দিন। তবে এখনো সউদী অংশের খরচের তালিকা দেয়নি দেশটি।
হজ প্যাকেজ ঘোষিত না হওয়ায় বেসরকারি হজ এজেন্সিগুলো নিজস্ব হজ প্যাকেজ ঘোষণা এবং মক্কা মদিনায় হাজীদের বাড়ি ভাড়া করতে যেতে পারছে না। সউদী মোয়াল্লেমও ঠিক করা সম্ভব হচ্ছে না। হজ প্যাকেজ কবে নাগাদ ঘোষণা করা হবে এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করেও কোনো সঠিক জবাব পাচ্ছে না হজ এজেন্সিগুলো। নির্ধারিত সময়েই হজ ফ্লাইট শুরু হবে জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সউদী আরবের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এক সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে হজ প্যাকেজ।
হাবের ইসির সদস্য মুফতি জাহিদ আলম আজ শুক্রবার ইনকিলাবকে জানান, হজ প্যাকেজ এখনো ঘোষিত না হওয়ায় নির্ধারিত তারিখে হজ ফ্লাইট শুরু অসম্ভব হয়ে পড়বে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হজের কার্যক্রম শুরু না হওয়ায় হজযাত্রী সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। অনলাইন সার্ভার ওপেন না করায় হাজী ট্রান্সফার বন্ধ রয়েছে। এসব কাজ করতে অনেক সময়ের প্রয়োজন। কিন্ত সার্ভার ওপেন না করায় হাজী ট্রান্সফার করতে না পেরে এজেন্সিগুলো চরম হতাশায় দিন কাটাচ্ছে।
করোনার মহামারি কারণে দুই বছর সউদী আরবের বাইরে থেকে কেউ হজ করতে পারেনি। এবছর শেষ সময়ে এসে ১০ লাখ মানুষের হজের সুযোগ দিয়েছে সউদী আরব। সউদী নীতিমালা অনুযায়ী এবার হজে ৫৭ হাজার হজযাত্রী যাবে বাংলাদেশ থেকে।
উল্লেখ্য, করোনা মহামারি না হলে ২০২০ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারতেন। চলতি বছর হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। পূর্ণ ডোজ ভ্যাকসিন নেয়া থাকতে হবে। এছাড়া হজ পালনের জন্য সউদী আরবের উদ্দেশে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। হজ পালনের সময়ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে সউদী আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন