শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ইসির চিঠি

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো: আশাদুল হক এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৬ মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরযুক্ত তালিকা নির্বাচনের তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে জমা দিতে হবে। গত সোমবার এ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।
সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি ইসিকে জানাতে হয়। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নপত্র সহকারে প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন