শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ধামরাইয়ে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০০ এএম

প্রকৌশলীদের সার্বিক কল্যাণ ও উন্নতি সাধনসহ ন্যায়নীতির ভিক্তিতে সকল কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্য ধামরাই উপজেলা ভিত্তিক সদ্য প্রতিষ্ঠিত সংগঠন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনে ‘মানবতা ও সমাজকল্যাণে অঙ্গীকারাবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলার সকল প্রকৌশলীদের একটি প্লাটফর্মে সংযুক্ত করা। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার মহিশাষী নূরজি পার্কে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রায় শতাধিক বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী অংগ্রহণ করেন।

সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো. জায়েদুর রহমান জায়েদের সভাপতিত্বে এবং প্রকৌশলী সাদী মো. শামসুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল কাদের গণি, প্রকৌশলী মো. আবুল বাশার, হাফিজুর রহমান, রাশেদ আহমেদ, আইয়ুব আলী, শাহাদাৎ হোসেন জুয়েল, তারিকুল ইসলাম, বেনজীর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন