শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হুতিসহ বন্দিদের মুক্তি দিলো সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০৩ এএম

ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং তাদের সমর্থিত সেনাবাহিনীর যেসব সদস্য আরব জোটের হাতে বন্দি হয়েছিলেন, তাদের প্রথম দলকে নিয়ে সউদী আরবের একটি বিমান উপকূলীয় এডেন শহরের বিমানবন্দরে পৌঁছেছে। সউদী নেতৃত্বাধীন আরব জোটের দাবি, জাতিসংঘের মধ্যস্থতায় দুই মাসের জন্য যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে তাকে সুসংহত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এপ্রিল মাসের প্রথম দিকে ইয়েমেন ও সউদী আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। খবর দ্যা ডনের। আরব জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকি শুক্রবার এক বিবৃতিতে জানান, তিন ধাপে সানা এবং এডেনে বন্দিদের পরিবহণের কাজ সম্পন্ন হবে। সউদী রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আরাবিয়া টিভি জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস কমিটি পরিচালিত প্রথম বিমানে করে ৪০ বন্দিকে এডেন বিমানবন্দরে নেওয়া হয়। আরব জোট ১০৮ বন্দিকে মুক্তি দেবে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি ইয়েমেনের ১০০ বন্দিকে সউদী আরব থেকে ইয়েমেনে নেবে। সউদী আরবের আভা শহর থেকে তিনটি ফ্লাইটে করে ইয়েমেনের এডেন শহরে এসব বন্দিকে নেওয়া হবে। গত সপ্তাহে আরব জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকি বলেছিলেন, ইয়েমেনের সামরিক বাহিনী এবং আসারুল্লাহ আন্দোলনের ১৬৩ বন্দিকে আরব জোট মুক্তি দেবে। দ্য ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন