শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিম তীরে ৪ হাজার বসতি নির্মাণ পরিকল্পনা ইসরাইলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০৩ এএম

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ৪ হাজার বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরাইল। স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত শাকেদ শুক্রবার টুইটবার্তায় বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপন খুব প্রয়োজনীয় ও সুস্পষ্ট বিষয়। আগামী সপ্তাহে অনুমোদন দেওয়া হতে পারে। ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ-এর প্রতিবেদনে জানা গেছে, বেসামরিক প্রশাসন ও সামরিক সংস্থা ১ হাজার ৪৫২ বসতি স্থাপনের বিষয়ে বৈঠক করবে। বাকি ২ হাজার ৫৩৬টি বসতি নির্মাণের অনুমতি দেবেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ। অনুমোদিত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটিই হবে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনার সবচেয়ে বড় অগ্রগতি। হোয়াইট হাউজ ইসরাইলের এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করে আসছে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন