শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০২ এএম

ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মে) দুপুরে লালপোল ক্রসিংয়ে অনুষ্ঠিত মানববন্ধনে বিএমএসএফ ফেনী জেলা কমিটির সভাপতি এমএ সাঈদ খান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি রবিউল হক রবি, সাবেক সভাপতি ও চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আরিফুর রহমান, জিটিভি’র জেলা প্রতিনিধি নজির আহমদ রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি দিদারুল আলম, বিএমএসএফ’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল ইসলাম মিলন, ফেনী জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী সাইফ উদ্দিন শাহীন, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এমরান পাটোয়ারী, বণিক বার্তা ও জাগো নিউজ এর জেলা প্রতিনিধি নূর উল্লাহ কায়সার, সাপ্তাহিক ফেনীর প্রত্যয়ের ভারপ্রাপ্ত সম্পাদক সিদ্দিক আল মামুন, জেলা ট্রাক মিনিট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আবু শাহীন, সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজম চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন, জেলা জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা গ্রাম ডাক্তার সমিতির সহ-সভাপতি ও সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্যকথার সম্পাদক কাজী নজির আহমদ, লালপোল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, বিএমএসএফ জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: ওমর ফারুক, মো: শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবীব মিয়াজী, কোষাধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী, সহ-প্রচার সম্পাদক নুরুল হুদা রাসেল মিয়াজী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাউসার হামিদ সিকদার পিনু, সদস্য কামরুল হাসান, এমদাদুল হক, আফতাব উদ্দিন, কামরুল হাসান নিরব, ঝন্টু মজুমদার, চ্যানেল টুয়েন্টি ফোরের কামরুল ইসলাম, জেলা সার্ভেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন কিরণ, দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে একাত্মতা পোষণ করেন- জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি জাফর উদ্দিন, ফেনী জেলা ট্রাক মিনিট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ফেনী-বারৈয়ারহাট বাস মালিক সমিতি, জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, জেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং মাইন্ড, লালপোল ব্যবসায়ী কল্যাণ সমিতি, মজুমদার বাড়ী ক্রীড়াচক্র ও পাঠাগার, ফেনী জেলা সিএনজি মালিক সমিতি, নতুন বাজার ব্যবসায়ী সমিতি, কুঠিরহাট ইয়াং সোসাইটি, বালিগাঁও ইয়ুথ সোসাইটি, ফেনীর বাণী চিত্র ও বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতিসহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন