শিক্ষকরা হবেন মানুষ গড়ার কারিগর, যাদের শিক্ষকতা জীবন শেষে মানুষ স্মরণ রাখবে। আর তাদের পরিশ্রমে সৃষ্ট ছাত্রসমাজ কর্মজীবনে যেয়ে দেশের উন্নয়নসহ সমাজ উন্নয়নে অবদান রাখবে। মাগুরার পারনান্দুয়ালী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এসব কথা বলেন। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে এ বিদ্যালের উন্নয়নসহ পারনান্দুয়ালী এলাকার সব ধরণের উন্নয়নে কাজ করার কথা উল্লেখ করেন। তিনি পারনান্দুয়ালী উচ্চ বিদ্যালয়ে আইটি ল্যাব ও ছাত্র-ছাত্রীদের জন্য কমনরুম করে দেয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, স্কুল প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন