নগরীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চাঁদা না দেওয়ায় স্থানীয় একদল সন্ত্রাসী তাকে হত্যা করে। শনিবার রাতে নগরীর পাহাড়তলী রেলওয়ে স্টেশন জামে মসজিদ এলাকায় হামলার শিকার হন ওই ব্যবসায়ী। রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. ফরিদ (৪৫) পাহাড়তলী রেলওয়ে কলোনি এলাকায় একটি গাড়ি পরিস্কারের ওয়ার্কশপের মালিক।
নগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ার্কশপের জন্য স্থায়ী স্থাপনা নির্মাণের পর স্থানীয় কিছু লোক ফরিদের কাছ থেকে চাঁদা দাবি করে। ফরিদ চাঁদা না দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়।
এর জের ধরে গত (শনিবার) রাত সোয়া ১১ টার দিকে ফরিদের ওপর হামলা হয়। ৮-১০ জন লোক গিয়ে লোহার রড, সিমেন্টের স্ল্যাব দিয়ে তাকে বেধড়ক পেটায়। আহত ফরিদকে চমেক হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন