বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিলেট ও সুনামগঞ্জে শাখা ব্যবস্থাপকদের সাথে জনতা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৬:৪৫ পিএম

জনতা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় করেন। তিনি ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট বিভাগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন।

ড. এস. এম. মাহফুজুর রহমান বলেন, সিলেট প্রবাসী ও পর্যটন সমৃদ্ধ এলাকা। এখানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। সিলেটের প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স সিলেটের সার্বিক উন্নয়নে এ অঞ্চলেই বিনিয়োগের প্রচেষ্টা চালাতে হবে। সরকারী মালিকাধীন বৃহত্তর ব্যাংক হিসেবে এ ব্যাংক দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।

গত বৃহস্পতিবার ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ে এবং গত শুক্রবার সুনামগঞ্জ সার্কিট হাউসে পৃথক পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আব্দুল ওয়াদুদ, সিলেট এরিয়া প্রধান, সুনামগঞ্জ এরিয়া ইনচার্জসহ সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন