শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভার্জিনিয়া ও আরকানসাসে বন্যায় বিপর্যস্ত জনজীবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ১২:০৬ এএম

টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও আরকানসাস অঙ্গরাজ্য। বন্যার পানিতে ডুবে গেছে ঘর-বাড়ি, রাস্তাঘাট। ব্যাহত হচ্ছে যানচলাচল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ডুবে গেছে বিভিন্ন স্থাপনা। টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে নাকাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া। অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। বৃষ্টিপাত বাড়লে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য আরকানসাস। বন্যার পানিতে ডুবে গেছে সেখানকার অন্তত ১৮টি সড়ক। রাস্তার ওপর গাছ পড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ একটি সেতু। বন্যায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে তিন ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাসসহ ১১ মের মধ্যে অঙ্গরাজ্যটির আরও বেশ কয়েকটি অঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। এর আগে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্য। মার্কিন আবহাওয়া দফতর জানায়, অঙ্গরাজ্যটিতে একদিনে অন্তত ১০টি টর্নেডো আঘাত হেনেছে। এতে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, আকস্মিক বন্যাও দেখা দেয় কিছু এলাকায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তীব্র বাতাস, সেই সঙ্গে বজ্রপাত। প্রচণ্ড শক্তি নিয়ে ওকলাহোমার সেমিনোলে আঘাত হানে একের পর এক টর্নেডো। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন