বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মৃত্যু হবে ‘রহস্যময় পরিস্থিতিতে’, মাস্কের নয়া টুইট নিয়ে জোর চর্চা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ১:০৬ পিএম

জীবন সংশয়ে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। সোমবার এক টুইটে তিনি তেমনই ইঙ্গিত দিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, তার মৃত্যু হবে ‘রহস্যময় পরিস্থিতিতে।’

সম্প্রতি ৪,৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনেছেন ইলন। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৪ লাখ কোটি টাকা। তার ঠিক এক সপ্তাহ পর তিনি নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা নিয়ে টুইট করলেন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘আমার যদি কোনও রহস্যময় পরিস্থিতি মৃত্যু হয়! জেনে ভাল লাগছে।’

এই পোস্টের ঠিক এক ঘণ্টা আগেই তিনি এক রাশিয়ান কর্মকর্তার পোস্ট শেয়ার করেন। যে পোস্টে ওই কর্মকর্তা লিখেছিলেন, ইউক্রেনে অস্ত্র এবং সেনা পাঠাচ্ছে পেন্টাগন। এই সেনা এবং অস্ত্র পাঠানোর সঙ্গে ইলন জড়িত। তিনি আরও লেখেন, ‘আপনি যতই বোকা বানানোর চেষ্টা করুন, এর জন্য আপনিই দায়ি।’

পর পর এই দু’টি পোস্টকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে, তবে কী ইলনকে প্রাণে মারার হুমকি দিচ্ছে রাশিয়া? এ ব্যাপারে ইলন কিছু স্পষ্ট করে না বলেলও তার দু’টি টুইট থেকে তেমনটা মনে করা হচ্ছে।

ফেব্রুয়ারিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে উপগ্রহের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা দিয়েছিল ইলনের সংস্থ স্পেসএক্স স্টারলিঙ্ক। সে কারণেই কি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পিছনে টেসলা সিইও-র হাত রয়েছে বলে মনে করছে রাশিয়া? ইলনের দু’টি টুইটের পর সেই যুক্তিই উঠে আসছে। সূত্র: রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন