বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিথিলা খুব কম নাটকে অভিনয় করেন। বিশেষ বিশেষ দিনের নাটকে তাকে বেশি দেখা যায়। এর কারণ তার পেশাগত ব্যস্ততা। তিনি বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার অব এডুকেশন হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানের হয়ে তাকে প্রায় প্রতি মাসে দেশের বাইরে যেতে হয়। ব্র্যাক আন্তর্জাতিকভাবে ১০টি দেশে কাজ করছে। এর মধ্যে ৭টি দেশে শুধু সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করে। এর মধ্যে রয়েছে আফ্রিকা, মিয়ানমার, নেপাল ও ফিলিপাইন।এসব দেশে মিথিলাকে নিয়মিত যেতে হয়। মিথিলা বলেন, ব্র্যাকে আমি আট বছর ধরে কাজ করছি। কাজটি করতে অনেক ভালো লাগছে। যখন ওই সব দেশে যাই, তখন মনে হয় আমাদের দেশের মানুষ অনেক ভালো আছেন। আমি সাউথ সুদানে ২০১২ সালে গিয়েছি। দেশটি ২০১১ সালে স্বাধীন হয়। নতুন এই দেশটিতে গিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে পেরেছি, এ জন্য অনেক ভালো লেগেছে। এসব দেশের সঙ্গে খুব কম মানুষের যোগাযোগ আছে। আমি ভালো কাজ নিয়ে দেশটিতে যেতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার মাঝে আনন্দ আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন