বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হজযাত্রী পরিবহনে অনুমতি পেয়েছে কম ভাড়ার সউদী এয়ারলাইন ‘ফ্লাইনাস’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১০:০১ এএম

দীর্ঘ ১০ বছর পর সউদী আরবের এয়ারলাইন ‘ফ্লাইনাস’ বাংলাদেশি হজযাত্রীদের পরিবহনের অনুমতি পেয়েছে। এ বছর থেকে সউদীয়া ও বিমানের পাশাপাশি তৃতীয় ক্যারিয়ার হিসেবে সেবা দেবে ফ্লাইনাস। গত শুক্রবার এক চিঠিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ অনুমোদন দিয়েছে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দীর্ঘদিন ধরেই হজ ফ্লাইট পরিচালনার জন্য তৃতীয় ক্যারিয়ারের জন্য দাবি জানিয়ে আসছে। কেননা, সউদী আরবে যাতায়াতে বিদ্যমান ব্যবস্থায় হজযাত্রীদের বেশি খরচ হচ্ছে।
বাংলাদেশ ও সউদী আরবের মধ্যে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী ২০১২ সাল থেকে কেবলমাত্র বিমান ও সউদীয়া বাংলাদেশের হজযাত্রীদের পরিবহন করছে।
এরপর থেকেই প্রতিষ্ঠান ২টি ভাড়ার ক্ষেত্রে একচেটিয়া সুবিধা ভোগ করে আসছে। হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন হাব ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের নেতারা।
হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম দ্য ডেইলি স্টারকে জানান, হজ যাত্রী পরিবহনে আরেকটি এয়ারলাইনকে অনুমতি দেওয়ায় তারা খুশি। এর মাধ্যমে হজযাত্রীরা আরও ভালো সেবা পাবেন এবং তাদের খরচ কমবে।
তিনি বলেন, ‘হজযাত্রীরা এখন বিমান ও সউদীয়া ছাড়াও সউদী আরবে যেতে বিকল্প একটি এয়ারলাইন ব্যবহার করতে পারবে। এতে করে প্রতিযোগিতামূলক মূল্যে টিকিট বিক্রি হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন