শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজার ছাড়ছে পর্যটকরা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ২:১৬ পিএম

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
অশনির প্রভাবে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
এতে কক্সবাজারে আগত হাজারো পর্যটক চরম ভোগান্তিতে পড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কক্সবাজার শহরের সংস্কারাধিন রাস্তা-ঘাট পর্যটকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাগর উত্তাল থাকায় পর্যটকরা সৈকত ছেড়েছেন আগেই। অনেকেই ভ্রমণ সংক্ষিপ্ত করে কক্সবাজার ছেড়েছেন।

আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি মতে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

কক্সবাজার, চট্টগ্রাম মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন