রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় শাহাদাত হোসেন (৩২) নামের এক সৌদি প্রবাসী মারা গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার টাইম স্কয়ার হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র। তিনি রোজা ও ঈদ উদযাপনের জন্য ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন। স্ত্রী ও এক পুত্র, এক কন্যা এবং পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করলেও জীবন জীবিকার তাগিদে আবারও সৌদি আরব যাওয়া হলোনা শাহাদাতের।
ঘাতক মাইক্রোবাস প্রবাসী এই যুবকের পরিবার নিয়ে আগামীর স্বপ্ন চাপা দিয়েছে চিরদিনের জন্য।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মহসীন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘাতক মাইক্রোবাসটির ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন