শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কর্মশালার মাধ্যমে স্বপ্নদলে সদস্য আহ্বান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১২:০১ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যসংগঠন স্বপ্নদল-এর নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনদিনব্যাপী নাট্যকর্মশালার মাধ্যমে কিছুসংখ্যক নতুন নাট্যকর্মী নেওয়া হবে। কর্মশালা আগামী ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্বপ্নদল-প্রধান নাট্যজন জাহিদ রিপন কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন। এটি স্বপ্নদলের ২৪তম নাট্যকর্মশালা। যারা একনিষ্ঠভাবে ঐতিহ্যের ধারায় গবেষণামূলক নাট্যচর্চায় আগ্রহী তাদেরকে স্বপ্নদল আমন্ত্রণ জানাচ্ছে। এক্ষেত্রে নৃত্য, গীত, বাদ্যযন্ত্র, ডিজাইন/চারুকলায় পারদর্শী এবং নারীকর্মীদের অগ্রাধিকার থাকবে। আগ্রহীদের ২৫ মে’র মধ্যে আবেদন করতে হবে। কর্মশালায় অংশগ্রহণে নির্বাচিতদের রেজিস্ট্রেশন ফি পাঁচশত টাকা। যোগাযোগ: মোবাইল: ০১৭১৮ ৯০২০১৮, ০১৭১৫ ১০২৮৭১। উল্লেখ্য ২০০১-এ প্রতিষ্ঠিত স্বপ্নদলের উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে ‘ত্রিংশ শতাব্দী’, ‘হরগজ’, ‘চিত্রাঙ্গদা’, ‘স্পার্টাকাস’, ‘ডাকঘর’, ‘পদ্মগোখরো’, মনোড্রামা ‘হেলেন কেলার’, মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’, নকশা-মূকাভিনয় ‘স্বাধীনতা সংগ্রাম’ প্রভৃতি। স্বপ্নদল ইতোমধ্যে বাংলাদেশে নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি আমন্ত্রিত হয়ে দেশের বাইরে ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ্গ মহোৎসব’সহ ভারতের নানা উৎসব এবং ইংল্যান্ড, জাপান প্রভৃতি দেশে প্রদর্শনী মঞ্চায়নের মাধ্যমে বাঙলা নাট্যের নবতর ভাবমূর্তি সৃষ্টিতে সক্ষম হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন