টিভি নাটকের পাশাপাশি সিনেমায়ও ব্যস্ততা বেড়েছে আব্দুন নূর সজলের। শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। আবারও মুক্তিযুদ্ধের গল্পের সিনেমায় অভিনয় করছেন এই জনপ্রিয় অভিনেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সুবর্ণভূমি’। সিনেমাটিতে সজল অভিনয় করছেন একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।
এ প্রসঙ্গে সজল বললেন, ‘মুক্তিযুদ্ধের গল্প বরাবরই আমাকে টানে। নাটক আর টেলিছবিতে এমন গল্পের প্রস্তাব পেলে লুফে নিই।’
মোহাম্মদ কুদরুত-ই-খুদা ও জাহিদ হোসেনের প্রযোজনায় ‘সুবর্ণভূমি’ সিনেমাটিতে একঝাঁক তারকাশিল্পী অভিনয় করছেন। সজল ছাড়াও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, স্নিগ্ধা, শবনম পারভীন, শাওন আশরাফ, কানিজ সুবর্ণা, সিনহা, মধু, আবুল হোসেন প্রমুখ।
‘সুবর্ণভূমি’ সিনেমাটিতে সজলের বিপরীতে অভিনয় করছেন স্নিগ্ধা। এরই মধ্যে ঢাকার অদূরে পুবাইলে দুই দিন শুটিং করেছেন সজল। টানা দুই সপ্তাহ শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে বর্তমানে সজল অভিনীত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাগুলো হলো—নাদের চৌধুরীর ‘জ্বীন’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, উজ্জ্বল ও নবী পরিচালিত ‘পাপড্যাডি’, অনন্য মামুনের পরিচালনায় ‘জাহানারা’। প্রতিটি সিনেমা নিয়েই আশাবাদী সজল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন