শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আঞ্চলিক উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : ড. হাসিবুর রশিদ

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রূপালী ব্যাংকের পরিচালক প্রফেসর ড. হাসিবুর রশিদ বলেছেন, আঞ্চলিক উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর আঞ্চলিক উন্নয়নের জন্য দেশের ব্যাংকিং খাতকে এগিয়ে আসতে হবে। সম্প্রতি চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের মিলনায়তনে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. হাসিবুর রশিদ বলেন, সরকার দেশের অভ্যন্তরে একাধিক অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছেন। প্রত্যেকটি ব্যাংকের উচিত স্ব-উদ্যোগী হয়ে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে কাজ করা। কারণ দেশের উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারের পাশাপাশি দেশের ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। তবে এদের মধ্যে ব্যাংকিং খাত চাইলে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দেশের কথা তুলে ধরে তিনি বলেন, দেশটা আমাদের। আর এর উন্নয়ন করতে হলে সরকারের ওপর নির্ভর না করে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। রূপালী ব্যাংকের কথা তুলে ধরে তিনি বলেন, একদিকে কর্মকর্তাদের বেতন বাড়ছে, অন্যদিকে পরিচালনা পর্ষদ থেকে ঋণের ওপর সুদ কমানো হচ্ছে। এখানে একটি বড় গ্যাপ রয়েছে। এটি কমিয়ে আনতে ব্যাংকের ব্যবসা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে গ্রাহক সেবার বিকল্প নাই। শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে তিনি বলেন, শাখার ব্যবসা উন্নয়নে মনোযোগ দেয়া দরকার। শাখা যদি লাভজনক হয়, তাহলে ব্যাংকের মুনাফা বাড়বে। তাই আনুপাতিক হারে শাখাভিত্তিক পারফরমেন্স দরকার। এ জন্য শাখা ব্যবস্থাপকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক  বলেন, আতাউর রহমান একজন যোগ্য, দক্ষ এবং সিনিয়র ব্যাংকার। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের কাজে লাগাতে হবে। তাঁকে সার্বিক সহযোগিতা করতে হবে। যাতে তিনি ব্যাংকের উন্নয়নে নির্বিঘেœ কাজ করতে পারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন