স্টাফ রিপোর্টার: হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ ইহমদুল ইসলাম চৌধুরী ওমরাহ যাত্রীদের সুবিধার্থে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন নির্ধারণ করার জোর দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে আলহমদুল ইসলাম চৌধুরী বলেন, ওমরাহ যাত্রীগণ বাংলাদেশ থেকে যাত্রা করে পবিত্র মক্কায় পৌঁছতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন। এতে শারীরিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক দিন সময় লেগে যায়। পবিত্র মক্কা থেকে সড়ক পথে মদিনায় গমন কষ্টসাধ্য। এতেও ওমরাহ যাত্রীগণ অনেকটা দুর্বল হয়ে পড়েন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ওমরাহ যাত্রীগণ পবিত্র মক্কা-মদিনায় অবস্থান করতে চান। এতে ওমরাহ পালন করতে কম পক্ষে ত্রিশ দিনের ওমরাহ ভিসা ইস্যু করা জরুরি হয়ে পড়েছে। তিনি এ ব্যাপারে সউদী বাদশা সালমানের আশু হস্তক্ষেপ কামনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন