বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মন্ত্রীর গাড়ি লেকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩২ এএম

ভয়াবহ অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় গত এক মাস থেকে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। তবে সম্প্রতি তা সহিংসতায় রূপ নেয়। এর আগে গত ১৯ এপ্রিল দেশটির পুলিশ এক বিক্ষোভকারীর ওপর গুলি চালায়। এছাড়া বিভিন্ন সময় বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও জন ক্যানন নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। একইসঙ্গে অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর মধ্যে গত সোমবার দেশটিতে সবচেয়ে বেশি সহিংসতা ছড়িয়ে পড়ে। এদিন সরকার সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর তাণ্ডব চালালে সহিংসতার রুপ নেয়। সেদিনের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের নিহতের খবর পাওয়া গেছে।
এদিকে দেশটির সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, অনেক লোকজন একটি গাড়ি ঘিরে ধরেছে। এরপর তা লেকের পানিতে তারা ফেলে দেয়। খবরে বলা হয়েছে, ওই গাড়ি দেশটির সাবেক এক মন্ত্রীর। ইমপোস্টার এডিট নামের আইডি থেকে পোস্ট করা সেই ভিডিওতে এক ব্যক্তিতে বলতে শোনা যায়, ‘কোনো গ্যাস নেই, জ্বালানি নেই, কোথায় প্রয়োজনীয় ওষুধ এবং মানুষজন ভুগছে। মানুষ প্রতিদিন এক বেলা খাবার খেয়ে বেঁচে আছে’।
এছাড়া সেদিনের তাণ্ডবে বিক্ষোভকারী দেশটির নেতাদের ৫০টির বেশি বাড়ি জ্বালিয়ে দিয়েছেন বলে খবরে বলা হয়েছে। বিক্ষোভের কারণে ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সূত্র : মিরর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন