শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

নিউইয়র্কে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশী কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক থেকে | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩২ এএম

নিউইয়র্কে দূর্বৃত্তের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে বাংলাদেশী কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতের নাম জিনাত হোসেন (২৪) গত বুধবার দিবাগত আনুমানিক রাত ৯টার সময় ব্রুকলীনের এক সাবওয়ে (পাতাল ট্রেন) ষ্টেশনে সে ট্রেনে কাটা পরে মৃত্যুবরণ করেছেন। ঘটনার সময় দূবৃর্ত্তরা তাকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দেয়। সাথে সাথে সে মারা যায়। জিনাত হোসেনের স্বজন ও শুভাকাঙ্খীদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। তবে জিনাত নিহত হওয়ার ব্যাপারে এনওয়াইপিডি এই রিপোর্ট লেখা পর্যন্ত অফিসিয়ালী কিছুই জানায়নি। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে।

জানা গেছে, নিহত জিনাত হোসেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হকের ভায়রা ভাই আমীর হোসেনের কন্যা। তাদের দেশের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রাম। জিনাত ২০১৫ সালে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রে আভিবাসী হন। সে ব্রুকলীনের নাইথ এভিনিউতে পরিবারের সাথে বসাবাস করতো। ঘটনার সময় সে নিউইয়র্ক সিটির হান্টার কলেজ থেকে বাসায় ফিরছিলো। তার এই মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মাঝে। কেননা, বিপুল সংখ্যক স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীকে প্রতিদিন সাবওয়েতে (পাতাল ট্রেন) চলাচল করতে হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন