বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সৈয়দপুরে প্রবল বর্ষণে তলিয়ে গেছে ফসলের ক্ষেত

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ২:৩৫ পিএম

নীলফামারীর সৈয়দপুরে গত কয়েএক দিন ধরে প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল। ধান কাটতে না পেরে থৈ থৈ পানিতে মাছ ধরছেন স্থানীয় ও জেলেরা।
শুক্র ও শনিবার (১৩ ও ১৪ মে) টানা এ বৃষ্টিতে শহরের অনেক নিচু স্থানে পানি জমে যায় এবং গ্রামের নদী-নালা পানিতে ভরে যায়। এছাড়া বিভিন্ন স্থানে উঠতি বোরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সৈয়দপুরে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সৈয়দপুরের কামারপুকুর, বোতলাগাড়ি, খাতামধুপুর, বাঙালিপুর, কাশিরাম বেলপুকুর ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নিচু এলাকার বোরো ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে পটল, করলা, বরবটি, শসা, ঝিঙে, পাট ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
মাঠ পর্যায়ে কৃষি বিভাগ ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে। এছাড়া মাঝারি ঝড়ে বিভিন্ন স্থানে বেশকিছু কাঁচা ঘর-বাড়ি পড়ে গেছে এবং রাস্তাঘাটের ক্ষতি হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন। ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন