বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ভারত, পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৬:৩৯ পিএম

নিরাপত্তা পরিষদ, সাধারণ সভার পরে এ বার মানবাধিকার পরিষদে। ইউক্রেনে রুশ ফৌজের নিন্দা করে আনা প্রস্তাব ঘিরে জাতিসংঘে ভোটাভুটিতে ফের অংশগ্রহণে বিরত থাকল ভারত ও পাকিস্তান। ভোটদানে বিরত থাকলেও আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধানের জন্য সওয়াল করেছে তারা।

জাতিসংঘে মানবাধিকার পরিষদের সভায় ভারত, পাকিস্তানের পাশাপাশি ভোটদানে বিরত ছিল আরও ১১টি দেশ। আর্মেনিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, কাজাখস্তান, নামিবিয়া, সেনেগাল, সুদান, উজবেকিস্তান এবং ভেনিজুয়েলা রয়েছে সেই তালিকায়।

ভোটাভুটিতে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব গৃহীত হওয়ার পরে শুক্রবার জেনিভায় মানবাধিকার পরিষদের ৩৪তম বিশেষ অধিবেশন মুলতুবি হয়ে যায়। প্রসঙ্গত, এর আগে তিন বার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক এবং সাধারণ সভায় ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটি এড়িয়ে গিয়েছিল নয়াদিল্লি।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছিলেন, সঙ্ঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান চায় ভারত। তাই বৈরিতা এবং হিংসা বন্ধের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আবেদন জানানো হচ্ছে। জেনিভায় গৃহীত প্রস্তাবে ইউক্রেনে রুশ ফৌজের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করা হয়েছে। সূত্র: টাইমস নাউ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন