শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক দৌড়-দ্য ট্রেন্ডি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০৫ এএম

বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘দৌড়-দ্য ট্রেন্ডি’। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা করেছেন ফরিদুল হাসান। প্রচার হচ্ছে সপ্তাহে তিন দিন শনি, রবি, সোমবার রাত ৯.২০ মিনিটে। অভিনয়ে করেছেন মারজুক রাসেল, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, ওলিউল হক রুমি, উর্মিলা শ্রাবন্তী কর, নাবিলা ইসলাম, জামিল হোসাইন, মিলন ভট্ট, ফারজানা রিক্তা প্রমুখ। নাটকের গল্প নিয়ে বলতে গিয়ে পরিচালক ফরিদুল হাসান বলেন, তথ্যপ্রযুক্তি যুগের সমসাময়িক ঘটনাই নাটকের মূল উপজীব্য। নগরজীবনে অভ্যস্ত প্রতিটা মানুষেরই থাকে প্রচণ্ড তাড়া। এখানে সুর্য উঠার পর থেকেই ছুটে চলা শুরু হয় মানুষের। চলতে থাকে মধ্যরাত পর্যন্ত। ব্যস্ত মানুষের সাথে ছুটে চলে ছোট বড় গাড়িগুলো। পিচ ঢালা রাজপথে ক্লান্ত গাড়ির চাকাগুলো ঘুরতে ঘুরতে বিশ্রাম নেয় সিগন্যাল অথবা যানজটে। তারপর আবার ছুটতে থাকে গন্তব্যে। কেউ ছুটে চলে অফিসে, কেউ বাজারে, কেউ ব্যবসায়, কেউবা বিনোদনের নেশায় অথবা কেউ স্বপ্নের পেছনে। মানুষ থেকে মানুষে এই ছুটে চলা কখনো থেমে থাকে না। মানুষগুলো যেন কি এক তাড়নায় সবসময়ই ছুটতে থাকে। ছুটতে থাকে ফোরজি ফাইভজির গতিতে। প্রাত্যাহিক জীবনে অনলাইন, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক নানান রকম বিষয়ে ব্যস্ত হয়ে পড়েছে মানুষ। নিত্য নতুন হাল ফ্যাশন আর আধুনিকতার ছোঁয়ায় এমনই সব ট্রেন্ড এসে ভর করছে নাগরিক জীবনে। কখনো ভীনদেশী সংস্কৃতি কখনোবা পাশ্চাত্যের জীবন ধারায় মিলেমিশে একাকার সেই টেন্ডের সাথে গা ভাসিয়ে ছুটে চলা মানুষগুলোই উৎরে যায়। অনেকেই পিছিয়ে পড়ে সেই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে না পাড়ায়। তারপরও তারা স্বপ্ন দেখে এগিয়ে চলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন