সিনেমা হল চালিয়ে রাখা ও লোকসান কাটানোর জন্য ভারতীয় সিনেমা আমদানির দাবি তুলেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। সম্প্রতি তথ্য ও প্রকাশনা অধিদপ্তরে তথ্যমন্ত্রীর সঙ্গে সিনেমা হল মালিকদের মতবিনিময় সভায় এ দাবি উত্থাপন করেন সংগঠনের নেতারা। সভায় প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, হল মালিকরা ঋণ নিতে খুবই আগ্রহী। কিন্তু ঋণ নিয়ে টাকাটা সুদসহ ফেরত দিতে গেলে সিনেমা চালিয়েই ফেরত দিতে হবে। এখন দেশে যে সিনেমা হচ্ছে, তা চালিয়ে ঋণের টাকা ফেরত দেয় সম্ভব নয়। সে কারণেই ঋণ নেয়ার ক্ষেত্রে হল মালিকরা দোদুল্যমান অবস্থায় আছেন। সংকট নিরসনে তিনি সীমিত সময়ের জন্য ভারতীয় সিনেমা দেশের সিনেমা হলে মুক্তির অনুমতি দেয়ার দাবি তুলেছেন। একই দাবি তুলেছেন সাথী সিনেমা হলের কর্ণধার মিয়া আলাউদ্দিন, অভিসার সিনেমা হলের মালিক সফর আলী ভুঁইয়াসহ আরও অনেকেই। এমন দাবির পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সরকারি অনুদানে দেশে বাণিজ্যিক সিনেমার সংখ্যা বাড়ানো হয়েছে; পাশাপাশি সীমিত সময়ের জন্য ভারতীয় সিনেমাও আমদানি করা যেতে পারে। ভারতীয় সিনেমা আমদানিতেও কোনো অসুবিধা নেই বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তবে, তার আগে চলচ্চিত্র সংল্লিষ্ট সব সংগঠনকে ঐকমত্যে পৌঁছানোর তাগিদ দেন তিনি। জানা যায়, উপমহাদেশের সিনেমা আমদানি নিয়ে প্রদর্শক ও পরিচালকরা একমত হয়েছেন। তবে শিল্পী সমিতি এখনও একমত নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন