শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত: মামলা দায়ের চালক আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ৫:০১ পিএম

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১৫ মে) আনুমানিক ভোর ৬ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের । নিহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মামুন হাওলাদার (২৫) ফিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমােল্লা গ্রামের বাদল হাওলাদারের পুত্র। সে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মানের কাজের সাথে জড়িত। এ সময় আহত হন সাইকেল আরোহী মিরাজ হোসেন (৩০)।

এব্যাপারে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩।
অভিযোগ সুত্রে জানা যায়, সিলেটগামী হানিফ পরিবহনের বাস ( ঢাকা মেট্রো ব ১৫-৬৬৫৬)
বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে আসলে মোটর সাইকেল (সুনামগঞ্জ-হ-১১-৫৫৯৫) কে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোটর সাইকেল চালক আব্দুল্লাহ আল মামুন হাওলাদার আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ ঘাতক চালক মোঃ আমিরুল ইসলাম (৪২) কে ও বাস গাড়িটিকে আটক করেছে। চালক আমিরুল চাপাইনবাবগঞ্জ জেলার আলীনগর মাঝপাড়া গ্রামের মৃত ইকদিল হোসেনের পুত্র।
এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার এটিএসআই
বিধু ভূষন দাস বাদি হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থানার ওসি এসএম মাইনুদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা গয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন