বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এলটিটিইর হুমকি, ভারতের কাছে বিস্তারিত জানতে চেয়েছে শ্রীলঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১২:০২ এএম

নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) আগামী ১৮ মে শ্রীলংকায় হামলা করার পরিকল্পনা করছে। সম্প্রতি গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’ এরকম একটি প্রতিবেদন প্রকাশ করে। ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এ সংক্রান্ত বিস্তারিত জানতে চেয়েছে শ্রীলংকা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কলোম্বো গ্যাজেট। অনলাইন সিলন টুডে পুলিশের সূত্রে বলেছেন, দেশে দু’বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চলছে সহিংস প্রতিবাদ বিক্ষোভ। ঠিক এ সময়ে বিদেশে অবস্থানরত তামিলদের একটি অংশ বহুজাতিক লিঙ্কের মাধ্যমে এই সহিংসতায় তাদের উপস্থিতি জানান দেয়ার চেষ্টা করছে। আগামী ১৮ই মে মাল্লিভাইকালের বার্ষিকী। তাতে তারা হামলার পরিকল্পনা নিয়েছে। এদিনটিকে কোনো কোনো গ্রুপ তামিল গণহত্যা স্মরণ দিবস হিসেবে পালন করে। এ ছাড়া তারা তাদের নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ, সংবাদ পাঠক ইসাই প্রিয়া ও অন্যদের হত্যার বদলা নেয়ার ষড়যন্ত্র করছে। তামিলদের বিরুদ্ধে গৃহযুদ্ধের শেষ দিকে ২০০৯ সালে হত্যা করা হয়েছিল এসব নেতাকে। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুতে দেশটির গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়, এলটিটিই আগামী ১৮ মে শ্রীলংকায় একটি হামলার পরিকল্পনা করছে। তবে তথ্যটিকে একটি ‘সাধারণ তথ্য’ হিসেবে সংবাদমাধ্যমে সরবরাহ করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। মন্ত্রণালয় জানায়, এই বিষয়ে জানতে চাওয়া হলে ভারতীয় গোয়েন্দা সংস্থা শ্রীলংকাকে জানায় যে তথ্যটি একটি সাধারণ তথ্য হিসেবে সরবরাহ করা হয়েছিল। এই বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়া হবে এবং শ্রীলংকাকে জানানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। মন্ত্রণালয় আরো জানায়, ভারতের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর কাছ থেকে শ্রীলংকার জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত সব তথ্য তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে দেশের নিরাপত্তা জোরদারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছিল, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে শ্রীলংকার নিমজ্জিত থাকার সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত এলটিটিই পুনরায় সংগঠিত হয়ে দেশটিতে হামলা করতে পারে বলে সতর্ক করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। কলোম্বো গ্যাজেট, সিলোন টুডে অনলাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন