বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের সেই প্রস্তাবকে স্বাগত জানাল ইউক্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১২:০৩ এএম

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরইয়ানা ভেরেসচুক বলেছেন, আজভাস্টালে আটকে থাকা সেনাদের উদ্ধার করার জন্য তুরস্ক যে প্রস্তাব বা পরিকল্পনার কথা জানিয়েছে, সেই প্রস্তাবকে স্বাগত জানায় ইউক্রেন। ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ভেরেসচুক বলেছেন, উদ্ধার অভিযানে তুরস্ক সত্যিকারের মধ্যস্থতাকারী হতে পারে। আমরা রেড ক্রসের সঙ্গে এখন আহতদের উদ্ধার করা নিয়ে কথা বলছি। যদি তুরস্ক এ ক্ষেত্রে মধ্যস্থতাকারী হতে পারে তাহলে বিষয়টি ভালো হবে। তিনি আরও বলেন, যদি চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এক্ষেত্রে এগিয়ে আসেন এটিও ভালো হবে। আমরা ভালো কিছুর আশা করছি। এদিকে শনিবার ইউক্রেনের মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় আটকে পড়া শত শত আহত যোদ্ধাদের সমুদ্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দেয় তুরস্ক। পরিকল্পনা অনুযায়ী আটকে থাকা সেনাদের স্থলপথে আজভ সাগরের বার্দিয়ানস্ক বন্দরে নিয়ে যাওয়া হবে। এরপর একটি তুর্কি জাহাজ তাদের তুলে নেবে। জাহাজটি কৃষ্ণসাগর পাড়ি দিয়ে ওই যোদ্ধাদের ইস্তাম্বুলে নিয়ে যাবে বলে জানান কালিন। এ ব্যাপারে তুরস্কের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, যদি এভাবে সরিয়ে নেওয়ার কাজটি করা যায় তাহলে আমরা খুশিই হবো। আমরা প্রস্তুত। আমাদের জাহাজও আহত সেনা ও বেসামরিক নাগরিকদের তুরস্কে আনতে প্রস্তুত। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন