শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোলায় হাসপাতালের ছাদ থেকে পড়ে শ্রমিক ও সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ৩:৪৩ পিএম

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনের ৮ম তলার ছাদ থেকে পড়ে রিপন (২৮) নামে এক শ্রমিক এবং ইলিশায় সড়ক দূর্ঘটনায় মাইসা নামে এক শিশু শিক্ষার্থীর নিহত হয়েছেন। সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিপন দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানা যায়, ভোলার ২৫০ শয্যার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত রিপন ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ভোলা ইলিশা কারিমিয়া মাদ্রাসার সামনে ঘরপোড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মাইসা নামের ( ১২)এক শিশু শিক্ষার্থীর নিহত হয়েছে।
মা- শিশু সহ একই পরিবারের (৩) জন গুরুতর আহত।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন