বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ট্যানারীর ভিতরে চুনের ড্রাম থেকে শ্রমিকের লাশ উদ্ধার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ৪:৪৯ পিএম

ঢাকার সাভারে হরিনধরা চামড়া শিল্প নগরীর একটি প্রতিষ্ঠানের চুনের ড্রামের ভিতর থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে হরিনধরা চামড়া শিল্প নগরীর ‘এল আই বি ট্যানারী’ থেকে তাদেরই শ্রমিকের লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি (২২) নোয়াখালি জেলার সদর থানার পূর্ব মাইজচরা গ্রামের আব্দুর গনির পুত্র।

ট্যানারী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: রাসেল মোল্লা জানান, সকালে এল আই বি ট্যানারীর ভিতরে চুনের ড্রাম থেকে তাদেরই শ্রমিকের লাশটি উদ্ধার করা হয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া জানাতে পারেননি তিনি।

তবে নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে তারা আসলে আইনগত যে ব্যবস্থা নিতে চায় তা নেওয়া হবে।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেক্যিাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের এডমিন অফিসার মাহমুদা আক্তারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রহমান সাহেবের মালিকানাধীন ‘এল আই বি ট্যানারী’তে রাত্রিকালীন ডিউটিতে চুনার ড্রামে কর্মরত ছিল বাপ্পি। সকাল আনুমানিক ৯টার দিকে অন্যান্য লোকেরা ড্রামের ভিতরে লাশ দেখে পুলিশে খবর দেয়। এবিষয়ে কারখানাটির মালিক পক্ষের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন কর্তৃপক্ষ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন