ঝালকাঠির নলছিটিতে নবম শ্রেণির এক ছাত্রী কে উত্যক্ত করার ঘটনা পরিবারকে জানানোর অপরাধে মা-মেয়েকে মারধর করে আহত ও শ্লীলতাহানি ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে মানাববন্ধন করেছে নলছিটি অপরাজিতা নারীরা।
সোমবার (১৬ মে) বিকেলে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ মানববন্ধন করেন তারা।
জানা গেছে, উপজেলার কুশঙ্গল ইউনিয়নে সরমহল গ্রামের হানিফ হাওলাদারের পুত্র মোঃ ফেরদৌস (১৮) দীর্ঘদিন যাবত নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিল এতে প্রতিবাদ করায় গত ১২ মে বিকেলে মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।পরে মেয়েটির মা গত ১৩ মে বাদী হয়ে নলছিটি থানায় ফেরদৌস হাওলাদার ও তার বোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন