বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পুরুষরা ব্যর্থ, মহিলা কাবাডির ফাইনালে বাংলাদেশ

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার, গৌহাটি (ভারত) থেকে : হ্যান্ডবলের পর এবার এসএ গেমস মহিলা কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে ব্যর্থ হয়েছে পুরুষ কাবাডি দল। গতকাল সন্ধ্যায় গৌহাটির জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামের ম্যাটে সেমিফাইনালে বাংলাদেশ দু’টি লোনাসহ ১৮-১৬ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৬-৩ পয়েন্টে এগিয়ে ছিলো।
আজ কাবাডির ফাইনালে স্বাগতিক ভারতের মোকাবেলা করবে লাল-সবুজের মেয়েরা। গ্রæপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই হেরেছিলো বাংলাদেশ মহিলা কাবাডি দল। সেই শ্রীলঙ্কার বিপক্ষে কাল সেমিফাইনালের লড়াইয়ে ম্যাটে নেমে প্রতিশোধ নিয়েছে লাল-সবুজরা। সঙ্গে নিশ্চিত করেছে স্বর্ণ জয়ের ম্যাচও। খেলা শেষে অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘রুপা ধরে রাখার লক্ষ্য নিয়েই আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। সেই প্রতিজ্ঞা রাখতে পেরেছি বলে ভালো লাগছে।’ ফাতেমা আক্তার পলির কথা, ‘ম্যাটে আমাদের বিরুদ্ধে জুরি এবং আম্পায়াররাও অনেক অন্যায় সিদ্ধান্ত দিয়েছিল। অবশেষে আমাদেরই জয় হয়েছে।’ কোচ আবদুল জলিলের কথায়, ‘এই দলটিকে নিয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া। তিনি আমাদের রুপা জিতিয়েছেন। আগামীকাল (আজ) ভারতের বিপক্ষে ফাইনালে খেলবো। আশাকরি হাড্ডা হাড্ডা লড়াই হবে।’
সেমিফাইনালে মেয়েরা জিতলেও যথারীতি ব্যর্থ হয়েছে বাংলাদেশ পুরুষ দল। রাতে একই ভেন্যুতে অনুষ্ঠিত পুরুষ কাবাডির সেমিফাইনালে ভারত ৪টি লোনাসহ ২৯-৯ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
তায়কোয়ানডোতে জোড়া ব্রোঞ্জ
স্পোর্টস রিপোর্টার, গৌহাটি (ভারত) থেকে : সুখবর এসেছে তায়কোয়ানডো থেকেও। গতকাল দু’টি ব্রোঞ্জপদক নিশ্চিত করেছেন তায়কোয়ানডোকারা। ৮৭ কেজি ওজন শ্রেণীতে মিজানুর রহমান ব্রোঞ্জপদক জিতেছেন। আর প্রভা সেমিফাইনালে ওঠে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছেন।

অ-১৯ বিশ্বকাপ ফাইনাল, মিরপুর
উইন্ডিজ অ-১৯ বনাম ভারত অ-১৯
টস : উইন্ডিজ
ভারত ইনিংস রান বল ৪ ৬
পান্ত স্ট্যা. ইমলাক ব জোসেফ ১ ৩ ০ ০
কিশান এলবিডবিøউ ব জোসেফ ৪ ১০ ০ ০
আনমোলপ্রিত ক ইমলাচ ব জোসেফ ৩ ৮ ০ ০
ওয়াশিংটন ক জোসেফ ব জন ৭ ৪১ ১ ০
সরফরাজ এলবিডবিøউ ব জন ৫১ ৮৯ ৫ ১
আরমান ক পল ব স্প্রিঙ্গার ৫ ৭ ১ ০
লমরোর ক ইমলাচ ব হোল্ডার ১৯ ৪৩ ২ ০
দাগার ক কার্টি ব জন ৮ ২০ ১ ০
বাথাম ক ইমলাচ ব পল ২১ ৩১ ৩ ০
আভেশ ক জন ব পল ১ ৭ ০ ০
খলিল (অপরাজিত) ২ ১২ ০ ০
অতিরিক্ত (ব ২, লে বা ৫, ও ১৬) ২৩
মোট (অল আউট, ৪৫.১ ওভার) ১৪৫
উইকেট পতন : ১-৩ (পান্ত), ২-৮ (আনমোলপ্রিত), ৩-২৭ (কিশান), ৪-৪১ (ওয়াশিংটন), ৫-৫০ (আরমান), ৬-৮৭ (লমরোর), ৭-১১৬ (দাগার), ৮-১২০ (সরফরাজ), ৯-১২৩ (আভেশ), ১০-১৪৫ (বাথাম)।
বোলিং : জোসেফ ১০-০-৩৯-৩, হোল্ডার ১০-২-২০-১, জন ১০-০-৩৮-৩, স্প্রিঙ্গার ৯-১-২৪-১, পল ৬.১-০-১৭-২।
উইন্ডিজ রান বল ৪ ৬
পোপ ক খলিল ব আভেশ ৩ ১৩ ০ ০
ইমলাচ ক লামরোর ব খলিল ১৫ ২০ ২ ০
হিটমেয়ার ক আরমান ব দাগার ২৩ ৫৩ ১ ০
কার্টি (অপরাজিত) ৫২ ১২৫ ২ ০
স্প্রিঙ্গার ক আরমান ব দাগার ৩ ৯ ০ ০
গোলি ক ও ব দাগার ৩ ৯ ০ ০
পল (অপরাজিত) ৪০ ৬৮ ১ ১
অতিরিক্ত (লে বা ১, ও ৬) ৭
মোট(৫ উইকেট, ৪৯.৩ ওভার) ১৪৬
উইকেট পতন : ১-৫ (পোপ), ২-২৮ (ইমলাচ), ৩-৬৭ (হিটমেয়ার), ৪-৭১ (স্প্রিঙ্গার), ৫-৭৭ গোলি)।
বোলিং : আভেশ ১০-১-২৯-১, খলিল ৯.৩-২-৩২-১,ওয়াশিংটন ৯-১-১৮-০, বাথাম ৩-০-১২-০, লমরোর ৮-০-২৯-০, দাগার ১০-১-২৫-৩।
ফল : উইন্ডিজ অ-১৯ ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : কেচি কার্টি (উইন্ডজ অ-১৯)।
আসর সেরা : মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ অ-১৯)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন