শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শরণার্থীদের নিয়ে দ্বিমুখী আচরণ করছে ইউরোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০৪ এএম

বিশ্বের বৃহত্তম মানবিক নেটওয়ার্কের প্রধান সোমবার বলেছেন যে, যুদ্ধ থেকে পালিয়ে আসা কয়েক মিলিয়ন ইউক্রেনীয় শরণার্থীকে ইউরোপ দ্রæত গ্রহণ করেছে। অথচ আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং অন্যত্র সহিংসতা থেকে পালিয়ে আসা শরণার্থীদের প্রবেশ করতে দিচ্ছে না। অর্থাৎ, শরণার্থীদের মোকাবিলা করার ক্ষেত্রে তার ‘দ্বৈত মান’ প্রদর্শন করে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজের প্রেসিডেন্ট ফ্রান্সেস্কো রোকা সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি মনে করেন না যে, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল থেকে পালিয়ে যাওয়া কারো সাথে নাইজেরিয়ার বোকো হারাম চরমপন্থী গোষ্ঠী থেকে পালিয়ে আসা শরনার্থীর মধ্যে কোনও পার্থক্য রয়েছে। ‘যারা সহিংসতা থেকে পালিয়ে বেড়াচ্ছে, যারা সুরক্ষা চাইছে, তাদের সাথে সমান আচরণ করা উচিত,’ রোকা বলেছেন, ‘আমরা আশা করেছিলাম যে, ইউক্রেনীয় সঙ্কট ইউরোপীয় অভিবাসন নীতিতে একটি টার্নিং পয়েন্ট হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, তা হয়নি।’ রাশিয়া ২৪ ফেব্রুয়ারী আক্রমণ করার পর থেকে, ৬০ লাখেরও বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে এবং ইউরোপীয় প্রতিবেশীরা তাদেরকে সাদরে গ্রহণ করেছে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন