বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফিরলেন চ্যাপেল, চেয়ারম্যান হন্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানের সেই হার টালমাটাল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। গত বুধবার পদত্যাগ করেন প্রধান নির্বাচক রডনি মার্শ। ওই দিন রাতেই জরুরি সভা ডাকে ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড। সভায় নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হয়েছে গ্রেগ চ্যাপেলকে এবং ট্রেভর হন্স দায়ীত্ব পালন করবেন চেয়ারম্যান হিসেবে। তাদের দায়ীত্বটা অন্তর্বর্তীকালীন। ২০১৪ সাল থেকে জাতীয় নির্বাচক হিসেবে কাজ করে আসছেন হন্স। তবে এই আসনে তিনি নতুন নয়। এর আগে ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্তও ছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলে। এর মধ্যে ১০ বছরই ছিলেন চেয়ারম্যান হিসেবে। চ্যাপেলও এর আগে নির্বাচক দলে ছিলেন দুই মেয়াদে। প্রথমবার খেলা থেকে অবসরের পর ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত। পরে ২০১০ থেকে ২০১১ পর্যন্ত ছিলেন স্বল্প মেয়াদে। নির্বাচকের পদ ছেড়ে এ সময় তিনি যোগ দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ট্যালেন্ট ম্যনাজার হিসেবে। ‘এটা গুরুত্বপূর্ণ যে অস্ট্রেলিয়া ক্রিকেট যোগ্য প্রার্থীকেই খুঁজে পেয়েছে।’ বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পেভার। তাদের নিয়োগ অন্তর্বর্তীকালীন হওয়ায় বোর্ড এখন স্থায়ী জাতীয় নির্বাচকের খোঁজ চালিয়ে যাবে। তবে তাদের মেয়াদ কতদিন তা জানানো হয়নি। আগামী জুন পর্যন্ত ছিল মার্শ কমিটির মেয়াদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন