শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পদ্মা সেতুতে বাসের টোল ২৪০০ টাকা

মোটরসাইকেলে ১০০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০৪ এএম

পদ্মা সেতু দিয়ে পারাপারের জন্য অনুমোদিত যানবাহনের টোল নির্ধারণ করেছে সরকার। এতে সেতু পার হতে বড় বাসকে দুই হাজার ৪০০ টাকা টোল দিতে হবে। আর থ্রি-এক্সেল ট্রাকে লাগবে পাঁচ হাজার ৫০০ টাকা। এছাড়া ১০০ টাকা টোল পরিশোধ করে সেতু পার হতে পারবে মোটরসাইকেল। গতকাল মঙ্গলবার সেতু বিভাগের এক প্রজ্ঞাপনে এ টোল হার নির্ধারণ করা হয়। সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলে ১০০ টাকা, কার ও জিপে ৭৫০ টাকা, পিকআপে এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা টোল পরিশোধ করতে হবে। বাসের ক্ষেত্রে ছোট বাস (৩১ আসন) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাস (থ্রি-এক্সেল) প্রতি দুই হাজার ৪০০ টাকা টোল দিতে হবে।

ছোট ট্রাককে (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি ও সর্বোচ্চ আট টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (আট টনের বেশি ও সর্বোচ্চ ১১ টন) দুই হাজার ৮০০ টাকা, ট্রাকে (থ্রি-এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোর-এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা। আর ট্রেইলার (ফোর-এক্সেলের অধিক) ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য এক হাজার ৫০০ টাকা যুক্ত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Kutubi Nasir ১৮ মে, ২০২২, ১১:০৭ এএম says : 0
বাংলাদেশ দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু আমরা পদ্মা সেতু নিজেদের টাকা দিয়েই করেছি
Total Reply(0)
Fazlul Karim ১৮ মে, ২০২২, ১১:০৭ এএম says : 0
আর কিছু টাকা যোগ করলে বিমানের ভাড়া হয়ে যায়
Total Reply(0)
মো সালাহ্উদ্দীন ১৮ মে, ২০২২, ১১:০৭ এএম says : 0
ভালো কিছু চাইলে অবশ্যই ভালো খরচ করতেই হবে।
Total Reply(0)
MD Shahin Alam Mridha ১৮ মে, ২০২২, ১১:০৮ এএম says : 0
নিজেদের টাকায় তৈরি পদ্মা সেতুতে,নিজেদের টাকার অংকটা বেশি হলেও পার হবো,এটাই তো স্বাভাবিক।সোনার বাংলাদেশ
Total Reply(0)
Farhad Hossain ১৮ মে, ২০২২, ১১:০৮ এএম says : 0
নিজ দেশের টাকায় বানানো সেতুুতে যদি পরিবহনের গলাকাটা টোল আদায় করা হয়, তবে তা সাধারণ জনসাধারণের কি কাজে আসবে? এই সেতুতে তো কোনো ঋণের বোঝা নেই। টোল না রাখলেও তো কোনো সমস্যা হবার কথা না। অবকাঠামোগত উন্নয়ন সুবিধা যদি সাধারণ জনতা না নিতে পারে, তবে সে উন্নয়নের গীত গেয়ে কি লাভ?
Total Reply(0)
Yousman Ali ১৮ মে, ২০২২, ১২:১৮ এএম says : 0
টোল অনেক বেশি মনে হলো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন