শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম কাস্টমস হাউসে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ২:১৫ পিএম

সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না অভিযোগ তুলে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি শুরু করেছে কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। তাদের এ কর্মবিরতির ফলে হাউসের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কাস্টমস হাউস এলাকায় অবস্থান নেন অ্যাসোসিয়েশনেরর কর্মীরা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, লাইসেন্সিং রুলের অপব্যাখ্যা করে আমাদের ২০০ থেকে ২৫০ জনের মতো সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। এজন্য আমরা কর্মবিরতি শুরু করেছি। আমরা সব ধরনের শুল্কায়ন কার্যক্রম থেকে বিরত রয়েছি। যতক্ষণ পর্যন্ত লাইসেন্স নবায়ন করার সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন