শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিবিসি সন্ত্রাসী প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ৭:১৪ পিএম | আপডেট : ৭:১৭ পিএম, ১৯ মে, ২০২২

২০ দিন আগে, পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শাটল বাসে সন্ত্রাসী হামলায় তিন চীনা শিক্ষক নিহত এবং একজন চীনা শিক্ষক আহত হন।

ঘটনাটি বিশ্বকে হতবাক করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান এক প্রেস বিবৃতিতে এর কঠোর নিন্দা জানিয়েছেন। অন্যদিকে বিবিসি সম্প্রতি একটি প্রতিবেদনে বলেছে, তারা করাচির সন্ত্রাসী হামলার হোতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজছে।

পশ্চিমের অন্যতম প্রভাবশালী মিডিয়া হিসাবে, বিবিসি সন্ত্রাসীদের পক্ষে কথা বলছে। যা নৈতিকতা ও আন্তর্জাতিক ন্যায়বিচার লঙ্ঘন করেছে। বেশিরভাগ পশ্চিমা মিডিয়া বড় কোম্পানির নিয়ন্ত্রিত, তারা পুঁজি লাভের জন্য কাজ করে। পশ্চিমা দেশগুলিতে, পুঁজি ও রাজনীতি একে অপরকে সহযোগিতা করে এবং ব্যবহার করে।

বিবিসি ও তার মতো মিডিয়া সন্ত্রাসীদের পক্ষে কথা বলে। গোটা বিশ্বের উচিত তার নিন্দা করা। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন