শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটারের এক বছরের জেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ৭:২৫ পিএম

ভারতের সাবেক ক্রিকেটার সিধুর এক বছরের কারাদণ্ড হয়েছে। চার বছর আগের রায়ে তিন বছরের সাজা কমেছে। সাথে ১ হাজার রূপি জরিমানায়। এক বছরের জন‍্য ভারতের সাবেক ব‍্যাটসম‍্যান নভজাত সিং সিধুকে কারাদণ্ড দিল দেশটির সুপ্রিম কোর্ট।

বিচারপতি এএম খানউইলকার এবং সঞ্জয় কিষান কাউলের বেঞ্চ বৃহস্পতিবার এই আদালতেরই ২০১৮ সালের রায় পর্যালোচনা করে এই রায় দেন। ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাঞ্জাবের পাতিয়ালায় গুরনাম সিং নামের একজনের সঙ্গে হাতাহাতি হয় সিধুর। পরে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হলে মামলা হয় সিধুর বিরুদ্ধে।

২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট হত্যার অপরাধে সিধুকে দোষী সাব্যস্ত করেন এবং তিন বছরের কারাদণ্ড দেয়। পরে ২০১৮ সালে সিধুর তিন বছরের কারাদণ্ড কমিয়ে ১ হাজার রুপি জরিমানা করে সুপ্রিম কোর্ট। সেই আদেশ পর্যালোচনা করে এবার নতুন রায় ঘোষণা হলো।

আর্থিক জরিমানা ছাড়াও এখন এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে সিধুকে। তবে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে পারবেন ৫১ টেস্ট ও ১৩৬ ওয়ানডে খেলা এই ক্রিকেটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন