শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু রাখাল মোসলেম উদ্দিন (৩২) এর লাশ তিন দিন পর ফেরত দিয়েছে সে দেশের প্রশাসন। মোসলেম সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রামের জোহর আলির ছেলে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে চার টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের দেহ ফেরত দেওয়া হয়।

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের চারা বটতলা নামক স্থানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে লাশ গ্রহণের সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার হুমায়ন কবীর, কুশখালি ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ আলী, সাতক্ষীরা থানার এস আই আব্দুল মালেক, এস আই কামাল হোসেনসহ বিজিবি সদস্যরা। অপরদিকে, বিএসএফ’র আমুদিয়া ক্যাম্পের কমান্ডার বিবেক মিশ্র, স্বরুপনগর থানার পুলিশ কর্মকর্তা শিব শংকর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর মঙ্গলবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি সীমান্তের বিপরীতে ১শ' গজ ভারতের অভ্যন্তরে আমুদিয়ায় মেইন পিলার ১১ এর সাব পিলার ৭ এর কাছে বিএসএফ’র গুলিতে নিহত হন গরু রাখাল মোসলেম উদ্দিন। এসময় আরো এক বাংলাদেশি রাখাল বিএসএফ’র হাতে আটক হয় বলে জানা গিয়েছিলো। কিন্তু তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন