মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

পটিয়ায় উপ-নির্বাচন

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১২:০২ এএম

ঋণ খেলাপির দায়ে চট্টগ্রামের পটিয়ায় আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইকালে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ডের ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যান প্রার্থী রাসেলের মনোনয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী, মো. সাহাবুদ্দিন, মো. জাহেদুল হকের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

গত ২৬ ডিসেম্বর ৪র্থ দফা ইউপি নির্বাচনে ছনহরা ইউনিয়নে ভোট গ্রহণকালে সংঘর্ষের কারণে দুইটি কেন্দ্র স্থগিত রাখার পর গত ৭ ফেব্রুয়ারি কেন্দ্র ২টিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে নৌকাপ্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম বিজয়ী হলেও এটি স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী প্রত্যাখান করে উচ্চ আদালতে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত গেজেট স্থগিত করেন। এর মধ্যে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম গত ২৫ মার্চ মারা গেলে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের দলীয়ভাবে তার ছেলে মামুনুর রশিদ রাসেলকে মনোনয়ন দেয়া হয়। আসামি ১৫ জুন এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আরফাত আল হোসাইনী বিষয়টি নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন