বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিয়ে না করেই পালাল বর

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

 নাটোরের বাগাতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো ষষ্ঠ শেণির এক ছাত্রী। আর বিয়ে না করেই বরযাত্রী নিয়ে পালিয়ে গেল বর। গতকাল শুক্রবার উপজেলার জামনগরের রওশনগিরি পাড়ায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার রওশনগিরি পাড়া গ্রামের এক কৃষক তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে পাশের রাজশাহী জেলার সারদা গ্রামের এক ছেলের সাথে ঠিক করেন। শুক্রবার এ বিয়ে হওয়ার কথা ছিলো। এ বিষয়ে সকল আয়োজনও সম্পন্ন করেন মেয়ের বাবা। এদিকে বিয়ের বাড়িতে বরও উপস্থিত হয়। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম কনের বাড়িতে পৌঁছেন। এ সময় বর বরযাত্রী নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে এক হাজার টাকা অর্থদ- অনাদায়ে এক সপ্তাহের কারাভোগের আদেশ দেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন