কুষ্টিয়া শহরের চড় মিলপাড়া এলাকায় রমিজ নামের নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা বাবু (৫০) নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে চড় মিলপাড়ায় নিহতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত বাবু চড় মিলপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকমাস ধরে নিহত বাবুর সাথে তার স্ত্রী জনতা খাতুন ও ছেলে রমিজের পারিবারিক কলহ চলে আসছিল। নিহত বাবু ও ছেলে রমিজ উভয়ই নেশাগ্রস্ত বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক কলহের জের ধরে গতকাল শুক্রবার ভোরে নিহত বাবুর সাথে তার স্ত্রীর ঝগড়া লাগলে ছেলে রমিজ ক্ষিপ্ত হয়ে বাশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী জনতা খাতুনকে আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলে রমিজ পলাতক রয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন