নবনিযুক্ত সমাজকল্যাণ সচিব মো.জাহাঙ্গীর আলম রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. শাহ আলম ও সচিবের একান্ত সচিব এস এম গোলাম কিবরিয়া সহমন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. জাহাঙ্গীর আলম বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের এ কর্মকর্তা এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন