মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝিনাইদহে আলেম-ওলামা প্রশিক্ষণ

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:০১ এএম

ঝিনাইদহে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসণে করণীয় বিষয়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের সচিব আব্দুল কাদের শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মনিরা বেগম। বক্তব্য রাখেন পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন, ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক আনিসুজ্জামান শিকদার, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান।
জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, আলেম-ওলামা মসজিদের খতিব ও ইমামদের নিজ নিজ এলাকার সামাজিক সমস্যা চিহ্নিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী ও শিশু পাচার রোধ জুমার খুতবায় আলোচনার পাশাপাশি সকলকে সচেতন করতে হবে। এতে সমাজে শান্তি ফিরে আসবে। তিনি বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে আলেম-ওলামারা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সাড়ে ৫০০ খতিব ও ইমাম, আলেম-ওলামা। প্রশিক্ষণ কর্মশালা শেষে শহীদদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন