শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার বাইডেনসহ ৯৬৩ মার্কিন নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১০:৪২ পিএম

ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরু থেকেই ইউক্রেনের পক্ষে অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর বেশ কতগুলো নিষেধাজ্ঞাও জারি করে যুক্তরাষ্ট্র। এবার নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ ৯৬৩ আমেরিকান নাগরিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এসব ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে আর পারবে না। -আল-জাজিরা

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নিষেধাজ্ঞার তালিকার মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সিআইএ প্রধান উইলিয়াম বার্নসসহ ৯৬৩ জন মার্কিন নাগরিক। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার জবাবে আমেরিকানদের ওপর এই বিধিনিষেধ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন